কালিয়ার বড়নালে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে কলাবাড়িয়ার জয়!
শেখ ফসিয়ার রহমান , নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের ১৩ নম্বর ওয়ার্ডে বড়নাল শাপলা সংঘের আয়োজনে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়।
বড়নালের চন্ডীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই খেলায় মুখোমুখি হয় বড়নাল ফুটবল একাদশ ও কলাবাড়িয়া ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে কলাবাড়িয়া ফুটবল একাদশ ১–০ গোলে বড়নাল ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
খেলা দেখতে আশেপাশের এলাকা থেকে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি মাঠে ছিল চোখে পড়ার মতো।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মল্লিক মানিরুল ইসলাম।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চেয়ারম্যান মানিরুল ইসলাম বলেন,
“বর্তমানে তরুণ সমাজ মোবাইল ও অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে, কেউ কেউ আবার মাদকের ভয়াল থাবায় বিপথগামী হচ্ছে। আমি চাই আমার এলাকার তরুণরা যেন সেই পথ না বেছে নেয়। তাই খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ ও পরিশ্রমী জাতি হিসেবে গড়ে তুলতে নিয়মিত এমন আয়োজন করে থাকি।”
তিনি আরও জানান, শুধু ফুটবল নয়, তরুণদের উৎসাহিত করতে তিনি নিয়মিতভাবে ক্রিকেট, হাডুডুসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকেন।