আগুনে ঝুট গুদাম পুড়ে ছাই।
মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। ভোর রাত ৪টার দিকে স্থানীয় কামাল হোসেনের মালিকানাধীনঙ কামাল এন্টারপ্রাইজ নামের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল হোসেন জানান, তিনি এলাকায় ছিলেন না। জরুরি কাজে গাজীপুরের বাইরে গিয়েছিলেন। হঠাৎ ভোর রাতে আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেন। বিরোধের জেরে কেউ তার প্রতিষ্ঠানের ক্ষতি করেছে কি না তা তদন্ত করা দরকার।
ফায়ার সার্ভিসের শ্রীপুর স্টেশনের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, ভোর রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনা হয়। কাপড়ের টুকরো ও কাগজের বক্স পরিপূর্ণ নির্বাপণ করতে বেগ পেতে হয়েছে। সকাল ৯টার দিকে আগুন পরিপূর্ণ নির্বাপণ হয়। এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে, গুদামের অধিকাংশ মালামাল আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন,' আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীর যদি কোনো আবেদন করে তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।'