ফুলপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা
ফয়জুর রহমান (ময়মনসিংহের) প্রতিনিধি ঃ
ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলপুর গোল চত্বর মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খালেদ মোশাররফ সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসেন শহীদ, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, উপজেলা যুবদল, পৌর যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল সব সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা আরও বলেন, ফুলপুর উপজেলা যুবদল বিগত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করে যাবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন