কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় সাফরাত হোসেন সানভীর (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আলকরা এলাকায় চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানভীর উপজেলার আলকরা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের প্রবাসী মো. রাজুর একমাত্র পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা মোরশেদ আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সানভীরের জেঠা নুর হোসেন সুজন বাড়ির পাশে বৈছামুড়া ব্রিজের কাছে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর ভাতিজা সানভীরও জেঠার খোঁজে সেখানে রওনা দেয়। ধারণা করা হয়, শিশুটি রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।
নুর হোসেন সুজন জানান, তিনি ভেবেছিলেন ভাতিজা কিছুদূর গিয়েই ফিরে এসেছে, কিন্তু পরে পেছনে তাকিয়ে দেখেন সানভীর রেললাইনের পাশে নিথর দেহে পড়ে আছে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর বাবা-মা।
তবে শিশুর মৃত্যুর বিষয়টি লাকসাম জিআরপি থানা ও গুণবতী রেলস্টেশন কর্তৃপক্ষের জানা নেই বলে জানা গেছে।