ওসমানীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ওসমানীনগর সিলেট সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির আওতাধীন উছমানপুর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় খালের মুখ বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও আগামী দিনে সিলেট ২ আসনে ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদীর লুনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ ময়নুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোতাহির আলী, উপজেলা বিএনপির বর্তমান সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকার প্রয়োজনীয়তা এবং দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের উদ্দেশে জনাবা তাহসিনা রুশদীর লুনা বলেন,
“জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে আছে এবং মাঠে থাকবে। এম ইলিয়াস আলীর আদর্শকে ধারণ করে জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের লক্ষ্য।”
সভাটি প্রাণবন্ত আলোচনা ও স্লোগানে মুখর হয়ে ওঠে।