ভালুকায় বাইরে তালাবদ্ধ করে বসতঘরে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন গৃহকর্তা ও পরিবার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বাইরে থেকে তালাবদ্ধ করে এক পরিবারের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) গভীর রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর দক্ষিণ পাড়া গ্রামের মিজানুর রহমান সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা মিজানুর রহমান সোহাগের টিনশেড বাড়ির মূল গেইটে বাইরে থেকে তালা লাগিয়ে ঘরের দক্ষিণ পাশে আগুন ধরিয়ে দেয়।
গৃহকর্তা মিজানুর রহমান সোহাগ বলেন, “পরিবারের সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে ঘুম ভাঙে। বাইরে বের হতে গিয়ে দেখি গেট তালাবদ্ধ। পরে গেইট ভেঙে বের হয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে সহায়তা করেন। সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারি।”
তিনি আরও জানান, আগুনে বড় কোনো ক্ষতি না হলেও পরিবার আতঙ্কে আছে এবং এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
ঘটনার পর মিজানুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”