ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আরুণীর লিফলেট বিতরণ,গণসংযোগ ও পথসভায় জনতার ঢল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: নতুন প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক এবং তারেক রহমান এর ৩১ দফা দাবী বাস্তবায়ন কে সামনে রেখে সাবেক মন্ত্রী ও বিএনপি’র মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর একমাত্র কন্যা ১৪০-জামালপুর-৪(সরিষাবাড়ী)আসন থেকে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সালিমা তালুকদার আরুণী’র গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় জনতার ঢল পড়ে।
শনিবার (১৮ অক্টোবর) ঢাকা যাত্রা শুরু করে আরুণীর দিগপাইত উপ-শহর এলাকায় গাড়ী বহর নিয়ে পৌছলে সর্বস্তরের হাজার হাজার জনগন তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনায় সংবর্ধিত হন তিনি। এ সময় বাদ্যযন্ত্র,ব্যানার ও মোটর সাইকেল. ঘোড়া সহ বহরের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এলাকাজুড়ে। আরুনী জনসাধারনের নিকট ব্যাপক সাড়াও পাচ্ছেন তিনি।
বিএনপি নেতা আজিজুল কবীর তালুকদার (হুমায়ুন) এর সার্বিক তত্ত্বাবধানে দিগপাইত উপ-শহর পথ সভায় এ্যাডভোকেট আব্দুল বারীক এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে সালিমা তালুকদার আরুণী বক্তব্য রাখেন।
এ সময় আরোও বক্তব্য রাখেন, প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর সহধর্মিণী মাহমুদা সালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ,সাবেক ভিপি শহীদুল্লাহ প্রমুখ।
পথসভায় আরুণী তালুকদার বলেন,“সরিষাবাড়ী মানুষ আমার প্রেরণার উৎস, দলীয় মনোনয়ন পেলে আমার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তার হাতকে শক্তীশালী করতে সকলের দোয়া , আন্তরিক সহযোগীতা কামনা করে ধানের শীষ প্রতিকের ভোট প্রার্থনা করেন।
আরুনীর সাথে বিভিন্ন এলাকার লোকজন স্বাক্ষাৎ করার জন্য পথিমধ্যে, উপজেলার মহাদান ইউনিয়নের করবাড়ী, সানাকৈর বাজার মহাদান ইউনিয়ন পরিষদ চত্বরে রুকনুজ্জামান রুকন, ফরিদুল ইসলাম ফরিদ, ফয়েজের মোড়, বাউসি বাজার,কামরাবাদ ঝিনাই ফিলিং ষ্ট্রেশন এলাকায় ডোয়াইল ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ২০টি ঘোড়া ও মোটর নিয়ে সাবেক পৌর সভার নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মিন্টু, আরিফ হোসেন, তৌহিদুল ইসলাম,রফিকুল ইসলাম, লেবু লেবু, মোতালেব, সুরুজ, আনিছ, গনেশ, ছালাম, আরুনী কে ফুলেল, শুভেচ্ছা জানান।
এ দিকে শিমলা বাজার আমতলা এলাকায় “আমরা সরিষাবাড়ী পরিবারের” পক্ষ থেকে সংগঠনটির সভাপতি মাহবুব আলম (পলাশ), সিনিয়র সহ সভাপতি মাজহারুল ইসলাম (উজ্জল),সহ সভাপতি রবিউল ইসলাম সুমন, হুমায়ুন আহম্মেদ,এনামুল হাসান শান্ত, ফেরদৌস,মোশারফ হোসেন,রফিকুল ইসলাম ক্বারী, সাধারন সম্পাদক সামিরুল ইসলাম মানিক, সিনিয়ন যুগ্ম সাধারন সম্পাদক এবাইদুর হাসান সহ অনেকেই ফুলেল শুভেচ্ছা জানান।
পথসভায় ১০টি স্থানে বিভিন্ন বয়সি নর-নারী উৎসুক জনতার ঢল লক্ষ করা হয়। আরুনীর গনসংযোগ কে সাফল্য করতে বিভিন্ন রাস্তার পাশের্^ শত শত নারী-পুরুষ, শিশু-কিশোর সমবেত হন এবং তাদের মাঝে তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন এবং তারা শুভেচ্ছা জানান। পথসভা শেষে প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র উত্তরসূরী আরুণী’র পৈতৃক বাড়িতে যান এবং সেখানেও নেতা-কর্মী ও সাধারণ জনগনের সাথে কথা বলেন এবং ঢাকায় ফিরে যান।