ওসমানীনগরে লাল কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :: ওসমানীনগর উপজেলার লাল কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধে টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে।
টিকা দান কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য সহকারী ও টিকাদান দলের সদস্যরা শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী রানি দত্ত বলেন, “টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। এই টিকা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল হাসান জানান, সরকারের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ধাপে ধাপে টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে, যাতে শিশুরা নিরাপদ ও সুস্থভাবে বেড়ে উঠতে পারে।
এই উদ্যোগের মাধ্যমে ওসমানীনগর উপজেলায় শিশুদের মধ্যে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।