শীত মৌসুমকে ওপেক্ষা করে সংস্কার চলছে গাজীপুর সাফারি পার্ক
বিশেষ প্রতিনিধি:-মো:শাহীন আলম:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুরে অবস্থিত পার্কটি ৪ হাজার ৯০৯ একর ভূমির মধ্যে ৩ হাজার ৮১৯ একর জায়গাজুড়ে গড়ে ওঠা সাফারি পার্ক ছোট ছোট টিলা ও শালবনসমৃদ্ধ। তৈরি পার্কটি ২০১৩ সালে চালু করা হয়।
এই পার্কের অন্যতম আকর্ষণ কোর সাফারি।
কোর সাফারি এর বিভিন্ন জায়গায়
বৃষ্টির কারণে রাস্তা খানাখন্ড হয়ে যাওয়ায় সংস্কার কাজ চলছে।
আসছে শীত মৌসুম অতীতের চেয়ে অনেক বেশি দর্শনার্থী আসবে এমনটাই আশা করছেন পার্ক কসহকারী বন সংরক্ষক মো:তারেক রহমান আরোবলেন ঐ সময় যেন কোন দর্শনার্থীর ভোগান্তিতে পরতে না হয় এজন্য এখন থেকে সংস্কার করছি রাস্তা ।
, শীত মৌসুম সামনে রেখে পার্কের আগের থেকে আরো অনেক বেশি সুন্দর্য ফিরিয়ে আনতে নানা প্রজাতির ফুল ও ফল গাছ রোপন করা হবে । ফল গাছের ফল দিয়ে , প্রাকৃতিক পরিবেশের বন্য প্রাণীর খাবারের জোগান, নিরাপত্তা ও বসবাসের উপযোগী ও পরিবেশ তৈরি করলেই ঝাঁকে ঝাঁকে প্রাণী আসবে। তাদের বংশ বিস্তার হবে। আমরা সেই পরিবেশ রক্ষায় কাজ করছি।
সরে জমিনে গিয়ে দেখা যায় পার্কের বিভিন্ন রাস্তার পাশাপাশি টুরিস্ট ভ্রমণের বাস এর এসি নষ্ট।
পার্কের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,
দর্শনার্থীদের ভ্রমণের জন্য ৮টি বাসের ৬টির এসি বিকল হয়ে আছে। বিকল্প হিসেবে কয়েকটি বাসে ছোট ফ্যান যুক্ত করলেও তা অপর্যাপ্ত। ফলে বাসে চড়ে গরমে অতিষ্ঠ পর্যটকরা অনেক সময় বাসের জানালা খুলে দিচ্ছেন। তাতে আনন্দ-ভ্রমণের সময় চালক ও পর্যটকদের আতঙ্কে থাকতে হচ্ছে।