সারা দেশের ন্যায় কালিয়ায় প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু!
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
সারা দেশের ন্যায় নড়াইল জেলার কালিয়া উপজেলায় প্রথমবারের মতো একযোগে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। দেশের ইতিহাসে এই প্রথম ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে এক মাসব্যাপী এই টিকাদান ক্যাম্পেইন চলছে সারাদেশে।
এরই অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) নড়াইলের কালিয়া উপজেলার জোকা বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোয়াইব।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এম,ও ডাঃ পার্থ প্রতিম বিশ্বাস, আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ তাজ মল্লিক, ফিল্ডস কর্মী নিতিশ কুমার, শাহানারা বেগম পিয়ারী, সাজেদা বেগম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা রাণি দাসসহ স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক ও অভিভাবক বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে ডাঃ মোঃ সোয়াইব বলেন,
“কালিয়া উপজেলায় মোট ৫৭ হাজার ৯৫৭ জন শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। আগামী ১০ দিন স্কুল পর্যায়ে এবং পরবর্তী ৮ দিন কমিউনিটি ক্লিনিক গুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে।
টাইফয়েডের টিকা সর্বস্তরে পৌঁছাতে হলে ব্যাপক প্রচারণা দরকার। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।”
টিকা নিতে এসে শিক্ষার্থীদের মাঝে প্রথমে কিছুটা ভয় দেখা গেলেও টিকা গ্রহণের পর তারা স্বস্তি প্রকাশ করে। অন্যদিকে, অভিভাবক ও সচেতন মহল সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ, এইচ, এ, ডাঃ মোঃ সোয়াইব জানায়, এক মাসব্যাপী এই জাতীয় ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডজনিত জটিল রোগ থেকে সুরক্ষিত রাখতে সহায়ক হবে।
অনুরুপ ভাবে নড়াইল সদর, লোহাগড়া উপজেলায় ও টাইফয়েড টিকা দান কার্যক্রম পরিচালিত হয়।