একটি ৯ বছরের শিশুর নিথর দেহ আর মাত্র ৩ ঘণ্টার মধ্যে রহস্যের সমাধান! কী ঘটেছিল শ্রীপুরের সেই গজারিয়া বনে?
মোঃসুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুর, গোসিঙ্গা ইউনিয়নের চাওবন শিরারমারটেক গজারিয়া বন। গত শনিবার (১১ অক্টোবর) সকালে সেখানে গরু চরাতে গিয়ে নিখোঁজ হয় ৯ বছরের হুজাইফা। এরপর শুরু হয় এক ভয়াবহ অপেক্ষার পালা। বিকেল ৩টার সময় সেই বনেই তার নিথর দেহ দেখতে পাওয়া যায়। বলৎকার ও হত্যার শিকার হয়েছে শিশুটি। প্রশ্ন ওঠে: কে এই পাষণ্ড? কেনই বা এমন নির্মমতা?
কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশ চমক দেখাল। যেন এক থ্রিলার গল্পের মতো! মরদেহ উদ্ধারের ঠিক মাত্র তিন ঘণ্টার মধ্যেই পুলিশ জানতে পারে সেই ঘাতকের পরিচয়। শনিবার গভীর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে ১৯ বছর বয়সী সোহাগ মিয়াকে। স্থানীয় হরমু মেম্বারের ছেলে এই যুবক কেন এমন ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ল? কীভাবে এত কম সময়ে পুলিশ এই রহস্যের জট খুলল?
কালিয়াকৈর সার্কেল এএসপি মেরাজুল ইসলাম রোববার (১২ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সোহাগের জবানবন্দি এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের সব রহস্য উন্মোচন করেছে। শিশু হুজাইফার নিখোঁজ হওয়া থেকে শুরু করে গজারিয়া বনের নীরবতা ভেঙে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে খুঁজে বের করার এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।