“আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি” স্লোগানে গফরগাঁওয়ে দিবস উদযাপন
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, কন্যা শিশু শুধু পরিবারের নয়, দেশের সম্পদ। তাদের সঠিক শিক্ষা, নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় “আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যা শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীম জাহান তন্বী, মেডিকেল অফিসার ডা. তানিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, নারী নেত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।