মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, কার্নিভাল উৎসব ও বিসর্জন শোভাযাত্রা।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ.
আজ ৫ই অক্টোবর রবিবার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ৪ঠা অক্টোবর শনিবার, ঠিক সন্ধ্যা ছটায়, ব্যারাকপুর চিড়িয়া মোড়ে, আমন্ত্রিত ক্লাবের পুজো গুলিকে নিয়ে কার্নিভাল উৎসব ও বিসর্জন শোভাযাত্রা ২০২৫ অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, এলাকার বিধায়ক রাজ চক্রবতী, বিধায়ক সনদ দে, ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস, টিটাগর পৌরসভার চেয়ারম্যান কমলেশ সাউ, খড়দহ পৌরসভার চেয়ারম্যান নীলু সর্দার, পানিহাটি সোমনাথ দে, কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা, বরানগর পৌরসভার পৌর প্রধান অপর্ণা মৌলিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন ক্লাবের উদ্যোক্তারা।
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্নিভাল উৎসব অনুষ্ঠিত হয়, বিভিন্ন জায়গার নৃত্য শিল্পী থেকে শুরু করে অন্যান্য শিল্পীরা অংশগ্রহণ করেন, এই কার্নিভালকে ঘিরে দর্শকের সমাগম চোখে পড়ার মতো।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিবছর শারদীয়া দুর্গো উৎসব থেকে যে সকল পুজোকে আমন্ত্রন জানান, সেই সকল প্রতিমা গুলিকে,এই কার্নিভাল উৎসবে একত্রিত করে বিচারের মধ্য দিয়ে ঘোষণা করেন, যে সকল পুজো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদেরকে সম্মান ও নগদ অর্থ প্রদান করা হয়। সকাল থেকেই বিভিন্ন প্রশাসনের মধ্য দিয়ে একে একে প্রতিমা এই উৎসবে জমায়েত হতে থাকেন। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এরকম একটি অনুষ্ঠান করায় ক্লাব উদ্যোক্তারা খুশি। এই উৎসব শেষে শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।