ওসমানীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ওসমানীনগর( সিলেট ) প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের আওতাধীন ৫ নং ওয়াড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(৪ অক্টোবর) শনিবার রাত ৯ টায় ইউনিয়নের ইলাশ পুর গ্রামের সাবেক মেম্বার আব্দুল গফফার সেলিমের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়াড বিএনপির সভাপতি আব্দুল কাদির ওয়াড যুবদলের সাধারণ সম্পাদক কয়েছ আহমদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক,
সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী সিলেট ২ আসনের ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদির লুনার নেতৃত্বকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বিএনপি কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা মনে করেন, লুনার নেতৃত্বে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে এবং এই এলাকায় উন্নয়নের জোয়ার বইতে ও ইলিয়াস আলীর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে লুনার বিকল্প নেই তাই তৃণমূল বিএনপিকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফটিক মিয়া, রতিন্দ্র দেব, ফয়েজ মিয়া , সিরাজুল ইসলাম নুনু, মনির মিয়া, বাবলা মিয়া, আব্দুল লতিফ, জুনাইদ আহমদ সাবেক কলেজ ছাত্র দলের আহবায়ক, আনসার মিয়া, মঞ্জু দেব, গৌরব ইসলাম সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ওসমানীনগর নিউজ