কবিতা এটাই আমার দোষ ,কবি তাছলিমা আক্তার মুক্তা
চরিত্রটা ঠিক করার কি
কোনো উপায় আছে ?
জন্ম সনদ হেরে গেলো
ঘুষের টাকার কাছে ।
স্কুলে গেলাম ভর্তি হতে
সেথাও লাগে ঘুষ ,
স্কুল ঘরে নাই লেখাপড়া
বললেই আমার দোষ ।
টিউশনিতে বুঝায় ভালো
স্কুলে ক্লাসে রাগে ,
স্যার ম্যাডামের কথা শোনলে
রোল থাকিবে আগে ।
সকাল কোচিং বিকেল টিউশন
স্কুলের কি আর কাজ ?
নিজেরাই করে দুর্নীতি আর
আমাদের কিসের লাজ।
চাকরি নিবো টাকা দিয়ে
দেবো না কেন ঘুষে ?
তোমরা সবাই সাধু সন্যাসি
আমি নাই শুধু হোসে ।
এনআইডিতেও ঘুষ দিয়েছি
সার্টিফিকেট তুলতে ঘুষ ,
সবার কথা তুলে ধরেছি
এটাই আমার দোষ ।