সরিষাবাড়ী বড়সড়া যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী বড়সড়া যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১লা অক্টোবর) সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সাত গম্বুজ জামে মসজিদ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় বড়সড়া যুব সমাজের উদ্যোগে বড়সড়া রানার্স ক্লাব বনাম সরিষাবাড়ী এক্সপ্রেস মধ্যকার খেলায় অংশ গ্রহণ করে।
উদ্বোধনী খেলার উদ্বোধন করেন সেঙ্গুয়া সাত গম্বুজ জামে মসজিদের সদস্য সচিব সহকারী অধ্যাপক জিয়াউল হক সোহেল। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম ঢাকা এর "সংগঠক" ও বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহ এর কার্যনির্বাহী সদস্য আবুল হোসেন ভূঁইয়া উক্ত উদ্বোধনী ফুটবল খেলায় উপস্থিত ছিলেন।
এ সময় বড়শরা যুব সমাজের সামিউল ইসলাম, শরীফ ,সোহাগ, সৈকত, ফাহাদ প্রমুখ সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় গণ ব্যক্তিবর্গ, খেলোয়াড়, খেলার আয়োজক কমিটি ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত হইবে।