সরিষাবাড়ীতে দুর্গা দুর্পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দুর্গা পূজা মন্ডপ পরির্দশন করেছেন।
বুধবার (১লা অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরিষাবাড়ী পৌরসভার বাউসি গরুর হাট এলাকায় স্থাপিত পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহেল মাহমুদ পিপিএম,জামালপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান (রাশেদ ) , বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম, ঢাকা কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির "সংগঠক" আবুল হোসেন ভূঁইয়া প্রমুখ সহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।