গফরগাঁওয়ে ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতার/২৫ বাছাই পর্ব শুরু হয়েছে।
বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা'র সার্বিক তত্ত্বাবধানে বুধবার বাদ মাগরিব থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বাদ যোহর পর্যন্ত মাদ্রাসার প্রাঙ্গণে মোট ৭টি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি স্পন্সর করছেন "পিবাড়ীয়া গ্রুপ"।
উক্ত মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) দা.বা. জানান, আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে ফাইনাল পর্ব, সাথে থাকছে অভিভাবক সম্মেলন ও বদরী কাফেলার পুনর্মিলনী।
উক্ত বাছাই পর্ব অনুষ্ঠানে বিচারকমণ্ডলী, মাদরাসার শিক্ষকমন্ডলী, মাদ্রাসা–মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সুধীজনসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।