ফুলপুরে ছাগল চুরির অভিযোগে দুই যুবক গ্রেফতার
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ছাগল চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) রাতে উপজেলার ভাইটকান্দি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের লাল মাহমুদের ছেলে মো. রুমান (২৩) এবং মৃত এরশাদ আলীর ছেলে আকাশ (১৯)।
ভুক্তভোগী আবু রায়হান (৪৫) ফুলপুর থানায় দায়েরকৃত অভিযোগে জানান, ওই দিন সন্ধ্যায় তিনি একটি খাসি ছাগল রান্নাঘরে রেখে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে রান্নাঘরে গিয়ে ছাগলটি না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে স্থানীয় চৌকিদার ফনি ঋষির মাধ্যমে জানতে পারেন, ভাইটকান্দি বাজারে দুই যুবককে একটি খাসি ছাগলসহ আটক করা হয়েছে। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের থানায় নিয়ে আসে।
পরদিন (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে আবু রায়হান থানায় গিয়ে ছাগলটি শনাক্ত করেন এবং আটক দুইজনকেও লকআপে দেখতে পান। এরপর তিনি থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদী জানান, চুরি প্রতিরোধ আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে।