পটিয়ায় পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মাঝে তারেক রহমান এর উপহার বিতরণ করেন রেজাউল করিম নেছার
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মা-বোনদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর পক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলা কুসুমপুরা ইউনিয়নে ০৩ নং ওয়ার্ড থানামহিরা গ্রামের উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুসুমপুরা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব রেজাউল করিম নেছার।
আজ মহা অষ্টমীর দিন রাতে তিনি থানামহিরা গ্রামের পূজামণ্ডপে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডঃ টিটু কুমার নাথ
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শওকত চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , রবিউল হোসেন বাদশা, রবিউল হোসেন রবি,শাহেদ মোহাম্মদ, বেলাল,জাহাঙ্গীর চৌধুরী,ফরিদুল আলম,আবদুল শুক্কুর,আজগর,জসিম,আবদুল করিম,রবি মেম্বার, সেলিম হাসান, আবুল কাশেম মিয়া,নেজাম, নাছির,কুদ্দুস,নুরুল ইসলাম, ইউসুফ শাহ,জয়নাল কোম্পানি,কায়সার,শাখাওয়াত,মহিম, নাছির, সুমন,নজরুল, ইলিয়াস,ইদ্রিস আলম,সাজ্জাদ ,মোর্শেদ আলম বাচ্চু,ফারুক ,সোহেল রানা, সোহেল, বাহাদুর,পারভেজ,ইমন হোসেন, জামশেদ,মোঃ হাবিব,নিজাম উদ্দিন,ফারুক, হৃদয়,আমান, সাইফুল,মারুফ,রনি, সাখাওয়াত প্রমূখ