সরিষাবাড়ীতে "রুপা এক্সপো কৃষক সমাবেশ" অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হলো “রুপা এক্সপো কৃষক সমাবেশ”। রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাদান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ১৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
সমাবেশ উপলক্ষে কৃষকদের অংশগ্রহণে ছিল নানা আকর্ষণীয় আয়োজন। এতে ঝুড়িতে ক্রিকেট বল ফেলা খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
দুটি সার্ভিস সেন্টার ও চারটি তথ্যবহুল স্টল থেকে রোপা আমন ধানের রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
এ ছাড়াও মহাদান বটতলা মোড়ে কৃষক নুরুল ইসলাম এর জমিতে হাইব্রিড উইন ২০৭ জাতের রুপা প্রদর্শনী প্লট পরিদর্শন ও আশপাশের অনন্য ভূমির আবাদ করা ধানের চেয়ে সিনজেনটার তত্ত্বাবধানে ধানের ফলন ভালো হওয়ার বিষয়ে পার্থক্য তুলে ধরা হয়।
কৃষকরা সমাবেশে উচ্চমানের বীজ, ফসল সুরক্ষা পণ্য, কৃষি সমাধান, ডিজিটাল সেবা ও নতুন প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা পান। এছাড়া ধানক্ষেতে কারেন্ট পোকা, গাছ ফড়িং ও ব্লাস্ট রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। সভাপতিত্ব করেন ময়মনসিংহ আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা কৃষিবিদ সুজিত পাল। সমাবেশ পরিচালনা করেন সিনজেনটা’র জামালপুর জেলা এরিয়া ম্যানেজার কৃষিবিদ মাসুদ রানা। এ ছাড়া বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা সেলস প্রমোশন অফিসার সোহেল রানা, পরিবেশক জাকির হোসেন শাহিন,ইউপি সদস্য মাহবুবুল রহমান সহ অন্যান্যরা।
সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর এ আয়োজনকে কৃষকরা প্রশংসা করেন এবং জানান, এতে তারা কৃষি বিষয়ক শিক্ষণীয় ও ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন।
সমাবেশে সার্বিক সহযোগিতা জামালপুর টেরিটোরির সকল এসপিও ও সকল এমডি উপস্থিত ছিলেন।