ভেড়ামারায় এনসিপি'র পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি -এনসিপির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন ও তাদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় এন সিপির পক্ষ থেকে পূজামন্দিরের সভাপতির হাতে আর্থিক প্রীতি উপহার তুলে দেওয়া হয়।
আজ ২৯শে সেপ্টেম্বর দুপুর ১২ টায়
কুষ্টিয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদাউস টনি ও এনসিপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভেড়ামারার ঐতিহ্যবাহী ও প্রাচীন মন্দির শ্রীশ্রী জগৎ জননী মাতৃমন্দির পরিদর্শন করেন।
এ সময় নুসরাত তাবাসসুম সনাতন ধর্মাবলম্বীদের সাথে সুখে দুঃখে একসাথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে
গঠিত এনসিপির সমন্বয়ে কমিটিকে একসাথে কাজ করার নির্দেশনা দেন।
কুষ্টিয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদাউস টনি বলেন, বাংলাদেশ সোহার্দ্য আর সম্প্রীতির দেশ। এখানে বৈষম্যের কোন স্থান নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক নাজমুল ইসলাম, ভেড়ামারা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শোভন আহমেদ,জেলা শ্রমিক উইনিংসের আহবায়ক নিজাম, সদস্য সচিব মতি, মিরপুর উপজেলার প্রধান সমন্বয় বুলবুল আহমেদ,এনসিপির জেলা কমিটির সদস্য ডঃ সাব্বির, সাজ্জাদ হোসেন, সুজন, তানভীর কবিরসহ মিরপুর- ভেড়ামারা নেতৃবৃন্দ।