ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়
ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ১৪৬ ময়মনসিংহ ২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনের ( রিকশা প্রতিক) মনোনীত এমপি পদ প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ।
২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ফুলপুর বাসটেন্ড ঘাসফড়িং রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আজিম উদ্দীন শাহ জামালী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, তারাকান্দা উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে এমপি প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন তার দল ক্ষমতায় গেলে সর্বত্র আধুনিকিকরন ও ধর্মীয় শিক্ষার প্রসার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সহজলভ্য করন। রাস্তা ঘাট এবং গ্রামীন অবকাঠামো উন্নয়ন, কৃষি প্রনোধনা প্রধান, বেকারদের জন্য কর্মসংস্হান।মাদক নির্মূল মসজিদ মাদরাসার উন্নয়ন এবং সমাজের সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এছাড়াও সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দলীয় কৌশল ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের আস্থা অর্জনই একটি রাজনৈতিক দলের মূল শক্তি। তাই নির্বাচনী মাঠে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। এসময় প্রধান অতিথি সামগ্রিক বিষয়ে তার দলের প্রচার প্রসারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ফুলপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।