সরিষাবাড়ীতে পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে
জরিমানা ও মেশিন সিলগালা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘদিন ধরে ডিজিটাল মিটার টেম্পারিং করে ক্রেতাদের ঠকানোর অভিযোগে কামরাবাদ ঝিনাই ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ বিভাগ বিএসটিআই এর পরিদর্শক রাইসুল ইসলাম ও সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মহছেন উদ্দিন যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় পাম্প মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনটি মেশিন সিলগালা করা হয়।
প্রশাসনের এ উদ্যোগে সাধারণ ক্রেতা ও সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।