ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ নারী আটক
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) শম্ভুগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম নাছিমা আক্তার। কোতোয়ালী মডেল থানার এসআই মোঃ সাফায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। পরে নাছিমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।