ভেড়ামারায় জগৎ জননী মাতৃমন্দীরসহ ১১টি পূজা মন্ডপে আর্থিক সহযোগিতা করলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রতিটা পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান। তারি ধারাবাহিকতায় কুষ্টিয়া
ভেড়ামারা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শৃংখলার সাথে পালন করার জন্য ভেড়ামারা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার ১১টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম তাদের উদ্দেশ্য করে বলেন, বিএনপি'র পক্ষ থেকে স্বেচ্ছাসেবক বা অন্য কোন সহযোগিতা আপনাদের দরকার হয় তাহলে, ভেড়ামারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সবসময় আপনাদের পাশে থাকবে, আপনারা যাতে নির্বিঘ্নে, নির্ভাবনায় দুর্গাপূজা উৎসব পালন করতে পারেন সে সহযোগিতাসহ পাশে থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ভেড়ামারার জগৎ জননী মাতৃমন্দির সহ ১১টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের কাছে পাশে থাকার আশ্বাস ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস,যুগ্ম আহবায়ক আব্দুর রব, যুগ্মআহবায়ক ইসাহাক,বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মামুনুর রশিদ বকুল,বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আলম রোকন, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জীবন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।