ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচনে বাছাই কমিটির সভা অনুষ্টিত।
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: জাতীয় সমবায় পুরস্কার-২০২৪ এর জন্য শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচনে ময়মনসিংহ জেলা বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত সভায় জাতীয় সমবায় নীতিমালা-২০২৫ এর আলোকে কৃষি, সমাজকল্যাণ, সঞ্চয় ও ঋণদান, উৎপাদনমুখিতাসহ ১০টি ক্যাটাগরিতে ১০টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ৪ জন শ্রেষ্ঠ সমবায়ী (২ জন পুরুষ ও ২ জন নারী) নির্বাচিত হবে। বাছাই কমিটির মনোনয়নের ভিত্তিতে জেলা পর্যায়ে নির্বাচিত প্রতিষ্ঠান ও সমবায়ীর নাম পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। সমিতির বয়স, শেয়ার মূলধন, সঞ্চয় আমানত, নীট লাভ, স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ, ঋণ আদায়ের পরিমাণ, লভ্যাংশ বিতরণ প্রভৃতি মানদণ্ডের উপর নির্ভর করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচন করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানভীর হাসানের সঞ্চালনায় বাছাই কমিটির সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।