শ্রীপুরে পৃথক স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন।
মোঃসূলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুর উপজেলার অবদা মোড় ও এমসি বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকরা রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ের পশ্চিম পাশে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতিনিয়ত হাজারো পথচারী, বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা বলেন, দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক কাইফাত মোড়ল। বক্তব্য রাখেন পরিবেশকর্মী সফি কামাল, সাংবাদিক মোজাহিদ, এডভোকেট কামরুল হাসান, শ্রীপুর উপজেলা সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মাজহার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাহমুদুল হাসান ইমন।
বক্তারা বলেন, অবদা মোড় ও এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় সাধারণ পথচারীরা মারাত্মক দুর্ভোগে ভুগছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই এই এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে, যার অনেকগুলো প্রাণঘাতী।
তারা দাবি করেন, উক্ত দুটি স্থানে আধুনিক মানসম্পন্ন ফুটওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ ও দুর্ঘটনা হ্রাস করা সম্ভব।
মাওনা চৌরাস্তা শ্যারস এডুকেশন সেন্টারের শিক্ষার্থীরা জানান, ফুটওভার ব্রিজ না থাকায় সড়ক পারাপার করতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।