তেঁতুলিয়ার আর জামান রাকিবের কথায় সামিনা চৌধুরীর নতুন গান চমকে দিয়ে দিলেন
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম : পঞ্চগড় জেলা তেঁতুলিয়ার সম্প্রতি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবার দীর্ঘদিন পর তিনি গাইলেন তেতুলিয়ার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর সহকারী কর্মকর্তা
আর জামান রাকিবের কথায় এবং এস ডি সাগরের সুর ও সংগীতে ‘মন যে একটা বাড়ি’ শিরোনামের গানটি । গানটির রেকর্ডিং হয়েছে রাজধানী বাংলা ঢোল স্টুডিওতে। খুব শীঘ্রই গানটি সব ধরনের অনলাইনে প্লাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছেন গীতিকবি রাকিব।
উল্লেক্ষ্য, সামিনা চৌধুরী ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে’ অথবা ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘এই জাদুটা সত্যি হয়ে যেত’ প্রভৃতি গান কণ্ঠে তুলে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ।
দেশ এবং দেশের বাইরে নিয়মিত স্টেজ শোতে গান পরিবেশন করেন তিনি। খ্যাতিমান এই গায়িকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
অন্যদিকে গীতিকবি ও সুরশিল্পী হিসেবে বেশ কিছু গানে কাজ করেছেন আর জামান রাকিব।