গফরগাঁও সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড কে পরিবেশ আইন অমান্যর দায়ে অর্থদণ্ড
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলাথানাধীন উস্থি ইউনিয়নে অবস্থিত সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড-কে পরিবেশ আইন অমান্যের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর বিধান লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন কার্যক্রম পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানটিকে উক্ত আইনের ধারা ১৫(১) অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এছাড়া সরকারি কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ফ্যাক্টরিটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।