গাজীপুর কালিয়াকৈর উপজেলা চলন্ত ট্রেন থেকে পড়ে ১ যুবক নিহত।
মোঃসুলতান মাহমুদ গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকামুখী একটি চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় ক্রসিং সিগন্যালের খুঁটিতে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, এস, আই, হারুন অর রশিদ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তার পরিচয় অজ্ঞাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৫:৩০উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রেনটি কালিয়াকৈরের হাইটেক সিটি রেলস্টেশন পার হওয়ার সময় চলন্ত ট্রেন থেকে ওই যুবক সিগন্যাল লাইটের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। পরে আশপাশে থাকা লোকজন তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।