কালিয়া থানা ভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলের কালিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর সকালে কালিয়া থানার আয়োজনে থানার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিয়া সার্কেল অফিসার কিশোর রায়, কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, কালিয়া সেনা ক্যাম্পের প্রধান মোঃ মারুফ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কালিয়া শাখার সভাপতি অশোক কুমার ঘোষ, কেন্দ্রীয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা সুকেশ সাহা আনন্দ, অরুপ কুমার ঘোষ, গুরুদাস স্বর্নকার গুরুনাথ বিশ্বাস সহ পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও ফায়ার সার্ভিস কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, সেনা বাহিনী, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগ আনসার ভিডিপির সদস্য গন একযোগে কাজ করবে। প্রতিটি মণ্ডপে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
সভায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবকে সফল ও সুরক্ষিত করতে প্রশাসন সর্বদা তৎপর থাকবে,