আস-সুফফা ফুযালা ও আবনা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেটের এয়ারপোর্ট থানার অন্তর্গত ৩নং খাদিমনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আবু হুরায়রা রা. আল ইসলামিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত আস-সুফফা ফুযালা ও আবনা পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০সেপ্টেম্বর) দুপুর ২.০০টায় প্রতিষ্ঠানের মিলনায়তনে উক্ত ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আহবায়ক কমিটি সকল সদস্যদের পরামর্শের ভিত্তিতে আগামী ২০২৫-২৬, ২৬-২৭ ও ২৭-২৮ সেশনের জন্য ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঘোষণা করেন।
আগামী ৩বছরের জন্য মনোনীত ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা হলেন; সভাপতি মাওলানা ইয়াহইয়া খাঁন, সহ-সভাপতি মাওলানা খাদিমুল ইসলাম, মাওলানা নিয়ামতুল্লাহ খাসদবিরী, মাওলানা আখলাক হুসাইন, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা সাজিদুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মজিদ নোমান, যুগ্ম সাধারন সম্পাদক মো:তরিকুল ইসলাম মুন্না, মাওলানা দিলওয়ার হুসাইন, কোষাধক্ষ হাফিজ মাওলানা আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শফিকুল ইসলাম হামিদি, প্রচার সম্পাদক মাওলানা শুআইব আহমদ সুমন, সহ-প্রচার সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, হাফিজ মাওলানা রুহুল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মারজান খাঁন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা কামাল আহমদ, সাহিত্য সম্পাদক হাফিয মাওলানা সাফওয়ান আহমদ, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা খসরুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা মহসিন আহমদ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা জাবেদ আহমদ, সহ-অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, সমাজসেবা সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান, সহ সমাজসেবা সম্পাদক মাওলানা মিহাদ আহমদ, হিফজ বিভাগ প্রতিনিধি হাফিয মাওলানা আব্দুস শহিদ, হাফিয মাওলানা শাকির আহমদ, নির্বাহি সদস্য মুফতি কয়েছ আহমদ, হাফিয মাওলানা মাবুব আলম, মাওলানা কয়েছ আহমদ, মাওলানা আলী হুসেন, মাওলানা মারজান আহমদ, মাওলানা আশিকুর রহমান মাওলানা সায়েম আহমদ, হাফিয আবু হুরায়রা মাহদি, মাওলানা ফজলুর রহমান, মাও.আমিনুল ইসলাম, মাওলানা নুমান আহমাদ, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা মাজহার বিন সিরাজ ও হাফিয মাওলানা ফয়ছল আহমদ।
নবমনোনীত সভাপতি মাওলানা ইয়াহইয়া খানের সভাপতিত্বে ও নবমনোনীত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ নোমানের পরিচালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামেয়া দারুল কুরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা এহতেশামুল হক কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহমুদুল হাসান, শিমুলকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা বেলাল আহমদ।
অতীতের স্মৃতিচারণ করেন নবমনোনীত সহ-সভাপতি মাওলানা আখলাক হুসাইন, তাহফিজুল কুরআন বিভাগের প্রতিনিধি হাফিজ মাওলানা আব্দুস শহীদ, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা কয়েস আহমদ, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা নোমান আহমদ, মাওলানা মাহবুব আলম, হাফিজ আবু হুরায়রা মাহদি, ২০২৫ সালের ফারেগ মাওলানা তারিকুল ইসলাম, ২০২৪ সালের ফারেগ মাওলানা ফয়সল আহমদ, ২০২৩ সালের ফারেগ মাওলানা আশিকুর রহমান, মাওলানা মারজান আহমদ প্রমুখ।