মনোসত্য
শামছুন নাহার
বিবেক আর মনোসত্যয় তালা দিয়ে কেউ বড় হতে পারে না আর যদি হয়ও তার স্থায়িত্ব বেশিদিন থাকে না।
আপনি যে কাজি করোন বিবেক বুদ্ধি দিয়ে করোন।
লোভ আর সার্থ মিশিয়ে পেশা চালাবেন না পেশাটা রিজিক সেখানে সততাটাই আসল পুজি।
এমন উপকার করবেন না যে উপকারে মানুষের ক্ষতি সাধন হয়।
মনে রাখবেন সত্য সব সময়ই সুন্দর হয়।
কোন কাজ করার আগে আমার সার্থ থেকে অপর প্রান্তের মানুষের সার্থের কথাটা বেশি চিন্তা করা উচিত।
এমন গুণিজন হবেন না যাতে করে আপনাকে মানুষ থেকে পশু করে তুলে আয়না আপনার জন্য ভয়ানক জিনিস হয়ে উঠে ক্ষেতির চেয়ে গ্লানিটা বেশি ভাড়ি হয়ে উঠে।
তখনি আপনি ভালো মানুষ যখন আপনি বিবেকের তারনায় ভুগেন মানুষের যন্ত্রণা আপনাকে নারাদেয় অসত কাজ থেকে মুখ ফিরাতে পারেন অন্যায়ে প্রতিভাত করতে পারেন সে যেই হউক চোখে চোখ রেখে কথা বলতে পারেন।
এমন ভাবে টাকা উপার্জন করোন টাকাটা না যেনো আপনার জীবনে অভিশাপ হয় দাঁড়ায়
খাবারও বেশি খেলে বিশ হয়ে যায় বাকি সবতো পরেই থাকলো।
কাজ করোন বিনামূল্যে না টাকার বিনিময়ে মানুষের জন্য করোন ফাঁত পেতে না নমনীয়তা সাথে এমন কাজ করোন আপনার আত্মা তৃপ্তি হয় অপর প্রান্তের মানুষটাও যেনো খুশি থাকতে পারে।
মনে রাখবেন এমন উপকার করবেনা যে উপকরা অন্যের বিপদের কারন হয় আত্নসংসয়ের কারন হয়ে দ্বারায়।
সন্ধার পর কাজ নয় রাত যত বেশি হয় ঘুম তোতো গবির হয় ঘুম হলো ইবাদতের ন্যায় ইবাদত বাদ দিয়ে কাজ নয়।
রাতে বিপদের অসংখ্য বেশি তাই আল্লাহ পাক রাতে ঘুম দিয়ে মানুষকে বিপদ মুক্ত রেখেছেন।
সেবা এমন হউয়া উচিত যাতে ত্যগ থাকবে কোন প্রত্যাশা থাকবেনা।