বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটিতে "সংগঠক" পদে নির্বাচিত হলেন আবুল হোসেন ভূঁইয়া
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে "সংগঠক" পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল হোসেন ভূঁইয়া।
এ প্রসঙ্গে তিনি বলেন, “এই দায়িত্ব আমাকে যেমন সম্মানিত করেছে, তেমনি বড় দায়িত্বও অর্পণ করেছে। সাংবাদিকতার পবিত্র অঙ্গনে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। পেশাগত দায়িত্ব পালনে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
তিনি সংগঠনের সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল), সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।