গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,
এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীর চাকরির জাতীয়করণের দাবি আদায়ের জন্য ও ৭ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশকে সফল ও সার্থক করার জন্য গফরগাঁও উপজেলায় শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি (অধ্যক্ষ সেলিম ভুইয়া) গফরগাঁও উপজেলা শাখা আয়োজনে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার স্হানীয় মডার্ন হাই স্কুলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ও ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলা উদ্দিন বাদল সভায় সভাপতিত্ব করেন।
উক্ত মত বিনিময়ের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এসএম মমতাজ উদ্দিন।
বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক গন বক্তব্য রাখেন।