সরিষাবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের সরিষাবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী সরিষাবাড়ী স্টেশন রোডস্থ রামকৃষ্ণ সেবাশ্রম কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সুব্রত বর্ধনের সঞ্চালনায় সভাপতি পলাশ কৃষ্ণ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মহাদেব সাহা। এছাড়াও বক্তব্য রাখেন, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য-সচিব শঙ্করলাল রায়, যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র সাহা, সদস্য সঞ্জিত মিত্র, তপু চন্দ্র ঘোষ, সবুজ সাহা ও প্রবীর গোস্বামী প্রমুখ।
মতবিনিময় সভায় শ্রী রাম,শ্রীমা সারদা ও স্বামীজীর ভাবধারা প্রচার-প্রসার বিষয়ক এবং রামকৃষ্ণ সেবাশ্রমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে নরনারায়ণ সেবার মাধ্যমে সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘোষণা করেন।